Back

Terms & Conditions

If you are ordering any of our services, you have the complete right to know about the terms & conditions we offer.

 1. লার্ন উইথ তানভীর রাসেল প্ল্যাটফর্মের যেকোনো সার্ভিস নিতে কিংবা অনলাইন কোর্স করতে চাইলে, উক্ত বিষয় সম্পর্কে অবশ্যই বিস্তারিত তথ্য নিজ দায়িত্বে দেখে ও জেনে নিন, ওয়েবসাইটে প্রতিটি কোর্সের ওভারভিউ ও ইনফরমেশন দেওয়া আছে। আপনি যদি আমাদের যেকোনো সার্ভিস গ্রহণ বা কোর্স অর্ডার করতে চান তাহলে, আমাদের সমস্ত শর্ত ও পলিসি মেনে নিয়েছেন বলে গণ্য হবে।

2. আমাদের যেকোনো সার্ভিস নিতে বা কোর্স করতে অবশ্যই আপনাকে আপনার সঠিক ব্যক্তিগত তথ্য দিতে হবে যেমন, (আপনার নাম, ঠিকানা, ইমেইল, কন্টাক্ট নাম্বার, সোশ্যাল মিডিয়া আইডি লিঙ্ক) – মূলত আপনি আমাদের স্টুডেন্ট এটা যেন আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি।

3. আমরা আমাদের কোর্সের সাথে কোনো প্রকার “ইনকাম গ্যারান্টি” দেইনা। আপনি আমাদের কোর্স করলে ১০০% ইনকাম করতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নেই। কারন, এটা নির্ভর করে নিজ দক্ষতার উপর, আপনি কতটুকু শিখলেন এবং সেটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারলেন। আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা কোর্স শেষ করে খুব ভালো সফলতা পেয়েছে, আবার অনেকে আছে যারা সফল হতে পারেনি।

4. কোর্স কেনার পরে রিফান্ড রিকোয়েস্ট গ্রহণযোগ্য নয়। প্রতিটি কোর্সের ওভারভিউ/কন্টেন্ট ডিটেইলস উক্ত কোর্স পেজে দেওয়া আছে, তাই কোর্স অর্ডার করার পূর্বে সবকিছু দেখে ও বুঝে সিদ্ধান্ত নিন।

5. আমাদের প্রতিটি কোর্স বাংলাদেশ সরকার কর্তৃক প্রনীত কপিরাইট আইন দ্বারা নিবন্ধিত। কোন অবস্থাতেই কোর্স কিংবা কোর্সের কোন ভিডিও বা অংশবিশেষ কপি করা, বন্ধুর সাথে শেয়ার, টাকার বিনিময়ে পুনরায় ডিস্ট্রিবিউট করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও, এই ওয়েবসাইটে প্রকাশিত ব্লগ, কোর্স বিবরণী, কোর্স আউটলাইন, ফটোগ্রাফ, গ্রাফিক্যাল ইলিমেন্ট ইত্যাদি কপি করে অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। কারো বিরুদ্ধে এমন কোন তথ্য বা অভিযোগ পাওয়া গেলে, বিনা নোটিশে অ্যাকাউন্ট স্থায়িভাবে বাতিল/ব্যান করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

6. আপনার অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস (ইউজারনেম এবং পাসওয়ার্ড) একান্তই আপনার নিজের ব্যবহারের জন্য। আপনি ব্যতীত দ্বিতীয় কোন ব্যক্তিকে ব্যবহার করতে দেওয়া যাবেনা। কোর্স কেনার পর আপনি আপনার একটি কম্পিউটার এবং একটি মোবাইলফোন থেকে কোর্স অ্যাকসেস করতে পারবেন, এর বেশি ডিভাইস থেকে ব্যবহার করার প্রয়োজন হলে অবশ্যই সাপোর্টে যোগাযোগ করে অনুমতি নিতে হবে। অন্যথায় আপনার অ্যাকাউন্ট বাতিল/ব্যান করা হবে।

7. লার্ন উইথ তানভীর রাসেল প্ল্যাটফর্মের যেকোনো সেবা যদি আপনি গ্রহণ করেন, কোনো কোর্স বা কন্টেন্ট ক্রয় করেন, সেই ক্ষেত্রে ধরে নেয়া হবে আপনি উপরের শর্তাবলি মেনে নিচ্ছেন। সেই সাথে যে কোনো সময় লার্ন উইথ তানভীর রাসেল কর্তৃপক্ষ শর্তাবলী পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করার অধিকার রাখে।

✔️ Last Updated: 29 January, 2023 (05:22 PM)